১৬ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে এডিবি

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৬:৪৬

সাহস ডেস্ক

গ্যাস ফিল্ডের উন্নয়ন ও দারিদ্র্য বিমোচনে বাংলাদেশকে ১৬ কোটি ৭০ লাখ ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক এডিবি। এ অর্থ ব্যয় করে দেশের প্রধান গ্যাস ক্ষেত্রগুলোর উন্নয়নের পাশাপাশি বিতরণ ব্যবস্থারও উন্নয়ন করা হবে।

সোমবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এডিবি এ তথ্য জানিয়েছে। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, এই প্রকল্পের আওতায় তিতাস গ্যাস ক্ষেত্র থেকে গ্যাসের সঞ্চালন বাড়াতে সাতটি কমপ্রেসার স্থাপন করা হবে। এছাড়া, গ্যাসের সঞ্চালন ব্যবস্থার উন্নয়নে চট্টগ্রাম থেকে বাখরাবাদ পর্যন্ত ১৮১ কিলোমিটার দীর্ঘ সঞ্চালন পাইপলাইন নির্মাণ কাজে ব্যয় করা হবে, এই ঋণের অর্থ।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) সূত্র জানায়, এ বিষয়ে সরকারের সঙ্গে বুধবার (২৮ ডিসেম্বর) এডিবির দ্বিপাক্ষিক ঋণচুক্তি স্বাক্ষর হবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত