রাজধানীতে যানজটে মাসিক ক্ষতি ২২৭ কোটি টাকা

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৭:৫০

সাহস ডেস্ক

রাজধানীতে যানজটের কারণে প্রতি মাসে আর্থিক ক্ষতির পরিমাণ ২২৭ কোটি টাকা। মঙ্গলবার (২৭ ডিসেম্বর)দুপুরে মহাখালী ব্র্যাক সেন্টার ইন-এ অনুষ্ঠিত এক সেমিনারে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একটি গবেষক দল এ তথ্য জানান। অনুষ্ঠানে ঢাকা মহানগরীর যানজট নিয়ে একটি গবেষণাপত্র উন্মোচন করা হয়।

গবেষণাপত্রে কর্মঘণ্টা অপচয়, পরিবেশ দূষণ, জ্বালানি অপচয়সহ বিভিন্ন খাতে যানজটের প্রভাব তুলে ধরা হয়

গবেষণাপত্রে রাজধানীর যানজটের প্রধান কারণ হিসেবে রাস্তার অপর্যাপ্ততা, রাস্তার অপরিকল্পিত নকশা, অধিক জনসংখ্যার ঘনত্ব, প্রাইভেটকারের সংখ্যা বৃদ্ধি সর্বোপরি অপরিকল্পিত কার পার্কিংকে চিহ্নিত করা হয়।

অনুষ্ঠানে আরও উল্লেখ করা হয়, শুধু যানজটে আটকে থেকে এবং দুর্ঘটনার কারণে প্রতি মাসে দেশের এই বিপুল পরিমাণ অর্থ ক্ষতি হচ্ছে। এছাড়া শুধু মাত্র যানজটের কারণে প্রতিদিন প্রায় ৮ দশমিক ১৬ মিলিয়ন কর্মঘণ্টা নষ্ট হচ্ছে। আর এর মধ্যে ৩ দশমিক ২০ মিলিয়ন ঘণ্টা অর্থাৎ ৪০ শতাংশ নষ্ট হচ্ছে ব্যবসায়িক কর্মঘণ্টা।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন- প্রাক্তন ডিএমপি কমিশনার নাইম আহমেদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের নির্বাহী পরিচালক সুলতান হাফেজ রহমান, বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর সৈয়দ সাদ আন্দালিব প্রমুখ। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত