বিনিয়োগকারীদের জন্য শুক্রবার ফ্রি প্রশিক্ষণ

প্রকাশ | ২৯ ডিসেম্বর ২০১৬, ১৪:৫৭

অনলাইন ডেস্ক

বিনিয়োগকারীদের বিভিন্ন শেয়ারে বিনিয়োগের ক্ষেত্রে আরো কৌশলী করে তুলতে একদিনের ফ্রি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

প্রশিক্ষণের আয়োজন করেছে দেশীয় সফটওয়্যার প্রস্তুতকারী কোম্পানি ইকোসফট বিডি। শুক্রবার দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজধানীর ২৮/১/সি টয়েনবি সার্কুলার রোড, দৈনিক বাংলা মোর, রহমানিয়া ইন্টারন্যাশনাল কমপ্লেক্সে অবস্থিত রুফটপ হলরুমে চলবে এ প্রশিক্ষণ। প্রশিক্ষণে অংশ নিতে আগ্রহীদের http://www.smartstockbd.com/Training.aspx এই লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর নির্বাচিত ব্যক্তিদের ফোন করে কনফার্ম করা হবে।

এ বিষয়ে ইকোসফটের ব্যবস্থাপনা পরিচালক সরাফত আলী সুজন বলেন, ‘আমরা বিনিয়োগকারীদের বিনিয়োগে বিভিন্ন ধরনের ফান্ডামেন্টাল এবং টেকনিক্যাল অ্যানালাইসিস করার পদ্ধতিগুলো শেখাব। এখনো আমাদের অনেক বিনিয়োগকারী অন্যের কাছ থেকে প্রাপ্ত আইটেম নির্ভর বিনিয়োগে বিশ্বাসী। শেয়ারে বিনিয়োগ একটা গাণিতিক কৌশল ছাড়া আর কিছুই না। আর সেখানেই বিনিয়োগকারীদের শেয়ার মার্কেট সম্পর্কে শিক্ষিত করতে আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।’

প্রসঙ্গত, ইকোসফট বিডি দেশের শেয়ারবাজার এবং এর সংশ্লিষ্ট উপযোগী বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রস্তুত করে থাকে।