‘বাণিজ্যমেলা পূর্বাচলে যেতে সময় লাগবে আরও ৩ বছর’

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০১৬, ১৮:০৭

সাহস ডেস্ক

রাজধানীর পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র নির্মাণে আরও ৩ বছর  সময় লাগবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। আজ শনিবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে বাণিজ্যমেলা সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রী।
বাণিজ্যমন্ত্রী বলেন, পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র স্থাপনে ৬০ বিঘা জমি বরাদ্দ করা হয়েছে। আশা করছি আগামী ৩ বছরের মধ্যে এটি সম্পন্ন হবে।

তবে গত বছরই আজকের দিনে একই প্রসঙ্গে আয়োজিত সংবাদ সম্মেলনে মন্ত্রী বলেছিলেন, ২০১৮ সালের পর আর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) রাজধানীর শেরেবাংলা নগরে হবে না। তখন মাসব্যাপী এই মেলা হবে ঢাকার পূর্বাচলে।

তোফায়েল আহমেদ বলেন, পূর্বাচলে স্থায়ী বাণিজ্যমেলা কেন্দ্র নির্মাণ হলে আমরা সেখানে ১২ মাসই মেলার আয়োজন করতে পারবো। তবে আগারগাঁওয়ের এই স্থানেও অন্তত  বছরে একদিন বাণিজ্যমেলা করা হবে।

প্রসঙ্গত, পূর্বাচল উপশহরে ২০ একর জমিতে এর স্থায়ী কাঠামো গড়ে তুলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ‘বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার’এর নকশার অনুমোদন দিয়েছেন।

এতে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয় হবে। এতে চীন অনুদান দিচ্ছে ৬২৫ কোটি টাকা। বাকিটা সরকারের নিজস্ব অর্থায়ন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত