ইসলামী ব্যাংকের চেয়ারম্যান হলেন আরাস্তু খান

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৭, ১৮:০৩

সাহস ডেস্ক

সাবেক সচিব আরাস্তু খান ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান হলেন।

রাজধানীর র‌্যাডিসন হোটেলে বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় তাকে চেয়ারম্যান নির্বাচিত করা হয়।

এর আগে আরমাডা স্পিনিং মিলস নামের একটি প্রতিষ্ঠানের প্রতিনিধি হিসেবে আরাস্তু খান ব্যাংকটির পরিচালক মনোনীত হন।

এতদিন ইসলামী ব্যাংকের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন মুস্তাফা আনোয়ার।

সভা সূত্রে জানা গেছে, ব্যাংকটির নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হয়েছেন ইউনিয়ন ব্যাংকের এমডি আবদুল হামিদ মিঞা। আগে এই পদে ছিলেন মোহাম্মদ আবদুল মান্নান।

নতুন ভাইস চেয়ারম্যান হয়েছেন সৈয়দ আহসানুল আলম। তিনি আজিজুল হকের স্থলাভিষিক্ত হয়েছেন। আর ভাইস চেয়ারম্যানের অপর একটি পদে ইউসুফ আবদুল্লাহ আল-রাজি পুনর্নির্বাচিত হয়েছেন।

এছাড়া মেজর জেনারেল (অব.) আবদুল মতিনকে নির্বাহী কমিটি ও মো.জিল্লুর রহমানকে অডিট কমিটি এবং মো.আবদুল মাবুদকে ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান করে একাধিক কমিটি পুনর্গঠন করা হয়।

পুনর্গঠনের পর ১৮ জনের পর্ষদ নেমে এসেছে ১৭ জনে। তবে এখন পর্যন্ত ব্যাংকটির পক্ষ থেকে এ বিষয়ে কোনো সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত