রাষ্ট্রবিরোধী না হলে চাকরি হারানোর ভয় নেই: আরাস্তু খান

প্রকাশ : ১২ জানুয়ারি ২০১৭, ১৮:০১

সাহস ডেস্ক

রাষ্ট্রবিরোধী রাজনীতির সঙ্গে জড়িত না থাকলে তাদের চাকরি হারানোর কোনো ভয় নেই বলে জানিয়েছেন ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান আরাস্তু খান।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দুপুরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি। এ সময় ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো.আবদুল হামিদ মিঞা তার সঙ্গে ছিলেন।

আরাস্তু খান জানান, তিনি অর্থমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন। তবে ব্যাংকের বেশ কিছু বিষয় নিয়ে এ সময় আলোচনা হয়েছে।

তিনি বলেন, ‘ইসলামী ব্যাংক সব দিক থেকে ভালো করছে। এ ব্যাংকের কাজের গতি কী করে আরো বাড়ানো যায়, সে বিষয়ে ব্যাংকের সবাই একযোগে কাজ করবে। রাষ্ট্রবিরোধী রাজনীতি ও অনৈতিক কোনো কর্মকাণ্ডে কেউ জড়িত না থাকলে তার চাকরি হারানোর কোনো ভয় নেই।’

এ ছাড়া সরকারের বড় বড় প্রকল্পে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে অর্থমন্ত্রীর সঙ্গে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত