ভালুকায় কোকা-কোলা ফ্যাক্টরি চালু

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০১৭, ১৩:০৪

সাহস ডেস্ক

কোমল পানীয় উৎপাদনকারী বহুজাতিক কোম্পানি কোকা-কোলা ময়মনসিংহের ভালুকায় সমন্বিত কারখানা চালু করেছে। কোকা-কোলার সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল বেভারেজ প্রাইভেট লিমিটেড ভালুকায় এ কারখানা করছে।

আজ বুধবার (১৮ জানুয়ারি) অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ কারখানার উদ্বোধন করবেন।

রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট আটলান্টাভিত্তিক এ কোম্পানির বাংলাদেশে নিজস্ব কারখানা খোলার বিষয়টিকে ‘এক নতুন অধ‌্যায়ের সূচনা’ হিসেবে বর্ণনা করে বলেছেন, কোকা-কোলার এই নতুন প্রকল্প সাফল‌্য পেলে মধ‌্যম আয়ের দেশ হিসেবে আবির্ভূত হওয়া বাংলাদেশে আরও বেশি বিনিয়োগে আগ্রহী হবে আমেরিকান কোম্পানিগুলো।

কোকা-কোলার এশিয়া-প‌্যাসিফিক গ্রুপের প্রেসিডেন্ট জন মারফিও কারখানা উদ্বোধন উপলক্ষে ঢাকায় এসেছেন।

মঙ্গলবার (১৭ জানুয়ারি) ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের ২০ বছর পূর্তি ও কোকা-কোলার কারখানা উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নেন তোফায়েল আহমেদ ও জন মারফি।  

বর্তমানে আবদুল মোমেন লিমিটেড ও ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটেড কারখানায় কোকা-কোলার পানীয় বোতলজাত করা হয়।

কোকা-কোলা কর্তৃপক্ষ জানিয়েছে, ভালুকার কারখানায় কোকা-কোলা, স্প্রাইট, ফানটা এবং জুস ও পানি বোতলজাত করা হবে।

বিশ্বের দুই শতাধিক দেশে দৈনিক ১৯০ কোটি পণ্য বিক্রি করে কোকা-কোলা; বছরে বিক্রি হয় ২০ বিলিয়ন ডলারের পণ‌্য। আর ১৬ কোটি মানুষের বাংলাদেশে ১০ কোটির বয়স ৩০ বছরের নিচে। বিশাল এই ভোক্তা বাজারকে কাজে লাগাতেই নতুন বিনিয়োগ নিয়ে এসেছে কোকা-কোলা।

রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, কোকা-কোলার এই নতুন কারখানা বাংলাদেশে নতুন কাজের সুযোগ সৃষ্টির পাশাপাশি বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বাণিজ‌্য বাড়াবে।

একক দেশ হিসেবে বাংলাদেশি রপ্তানি পণ‌্যের সবচেয়ে বড় গন্তব‌্য যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে অ‌্যামচেম প্রতিষ্ঠার সময় দুই দেশের বাণিজ‌্যের পরিমাণ যেখানে দেড় বিলিয়ন ডলার ছিল, ২০১৫ সালে তা বেড়ে ৭ বিলিয়ন ডলার হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত