বাংলাদেশ ব্যাংক নতুন মুদ্রানীতি ঘোষণা ২৯ জানুয়ারি

প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৭, ১৪:৩৬

সাহস ডেস্ক

বাংলাদেশ ব্যাংক ২০১৬-১৭ অর্থবছরের দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতি আগামী ২৯ জানুয়ারি(রবিবার)ঘোষণা করা হবে।

২৪ জানুয়ারি (মঙ্গলবার)এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের এক কর্মকর্তা বলেন, ২৯ জানুয়ারি ২০১৭ সালের জানুয়ারি-জুন পর্যন্ত মেয়াদের জন্য মুদ্রানীতি ঘোষণা করতে যাচ্ছি।

তিনি বলেন, প্রবৃদ্ধি ও বিনিয়োগ বাড়াতে ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) এবং ব্যাংকিং ব্যবস্থায় অলস টাকাসহ বিভিন্ন খাতে বিশেষ গুরুত্ব দিয়ে মুদ্রানীতি প্রণয়ন করা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক সূত্র জানায়, বিগত সময়ের আলোকে কেন্দ্রীয় ব্যাংক তার মুদ্রা নীতিতে সতর্কতা অবলম্বন করবে।

এর আগে, গত বছরের ২৬ জুন কেন্দ্রীয় ব্যাংক চলতি অর্থ বছরের প্রথমার্ধের জন্য মুদ্রা নীতি ঘোষণা করে।

খবর বাসস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত