রিজার্ভ চুরির অর্থ ফেরত নিয়ে হতাশ অর্থমন্ত্রী

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:১০

সাহস ডেস্ক

২০১৬ সালের ঠিক এইদিন। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউইয়র্কে (নিউইয়র্ক ফেড) রক্ষিত বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের হিসাব থেকে ১০ কোটি ১০ লাখ মার্কিন ডলার চুরির ঘটনা ঘটে। দীর্ঘ ১ বছর পেরুলেও তা এখনও পুরো উদ্ধার হয়নি। একবছরে মাত্র ১ কোটি ৪৫ লাখ মার্কিন ডলার ফেরত পেয়েছে বাংলাদেশ। উদ্ধার হয়নি সাড়ে ৬ কোটি ডলার।

 ৫ ফেব্রুয়ারি (রবিবার) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ ঘটনায় হতাশা প্রকাশ করে সাংবাদিকদের জানান, রিজার্ভ চুরির ঘটনার এক বছর হয়েছে। অথচ এখনও পুরো অর্থ উদ্ধার হয়নি। এ ব্যাপারে তিনি হতাশ।

অর্থমন্ত্রী বলেন, আমাদেরকে এখন নিউ স্টেজে যেতে হবে। নিজেদের মধ্য আমরা এ বিষয়ে আলোচনা করবো। বাংলাদেশ ব্যাংকের কাছে এ বিষয়ে অভিমত চাওয়া হয়েছে।

এদিকে বাংলাদেশের বেশ কটি সংবাদ মাধ্যমে জানানো হচ্ছে, চুরির এক বছর পর বাকি অর্থ দ্রুত ফেরত পাওয়ার আশাও ক্ষীণ হয়ে এসেছে। ঝিমিয়ে পড়েছে অর্থ উদ্ধারের তৎপরতাও।

এ ঘটনায় সরকার তদন্ত প্রতিবেদন হাতে পেয়েও তা প্রকাশ করেনি। ফলে বিশ্বে কেন্দ্রীয় ব্যাংকের সবচেয়ে বড় সাইবার জালিয়াতির ঘটনায় জড়িত কারও বিরুদ্ধে এখনো ব্যবস্থা নেওয়া হয়নি।

তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চুরির পর কেন্দ্রীয় ব্যাংকের সাইবার নিরাপত্তাব্যবস্থা বাড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত