ব্যাংকঋণে সুদহার ১০ শতাংশ ক্রেডিট কার্ডে ৩০ শতাংশ

প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৭, ১৩:৫০

সাহস ডেস্ক

দেশে ব্যাংকঋণের সুদহার ১০ শতাংশ এবং ক্রেডিট কার্ডে গড়ে প্রায় ৩০ শতাংশ। কোনো কোনো ব্যাংক আবার এর চেয়েও বেশি হারে সুদ নিচ্ছে। ক্রেডিট কার্ডে কয়েকটি ব্যাংকের সুদহার তুলনামূলক কম থাকলেও সেগুলোর গ্রাহক ও ঋণের পরিমাণ খুব একটা বেশি নয়।

বাংলাদেশ ব্যাংকের তফসিলভুক্ত ৫৭টি ব্যাংকের মধ্যে ৩০টি বর্তমানে ক্রেডিট কার্ডে ঋণ সুবিধা দিচ্ছে। রাষ্ট্রায়ত্ত সোনালী ও জনতা ছাড়াও বেসরকারি ২৬টি এবং বিদেশী তিনটি ব্যাংক থেকে এ সুবিধা পাচ্ছেন গ্রাহকরা। বর্তমানে ক্রেডিট কার্ডের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে বলে জানিয়েছেন ব্যাংকাররা। বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০১৬ সালের ফেব্রুয়ারিতে ক্রেডিট কার্ডের সংখ্যা ছিল প্রায় সাড়ে ৭ লাখ।

বেসরকারি খাতের দ্য সিটি ব্যাংক সুদ নিচ্ছে ৩৪ দশমিক ৫ শতাংশ। সর্বোচ্চ ৩০ শতাংশ সুদ নিচ্ছে বেসরকারি খাতের এমন ব্যাংকের মধ্যে আরো আছে— ইস্টার্ন, ব্র্যাক, ইউসিবি, ট্রাস্ট, মিউচুয়াল ট্রাস্ট, স্ট্যান্ডার্ড, এক্সিম, এনসিসি, মার্কেন্টাইল, ব্যাংক এশিয়া, প্রাইম, সাউথইস্ট, যমুনা ও মিডল্যান্ড ব্যাংক। এর মধ্যে শ্রেণীভেদে সর্বনিম্ন ২৭ থেকে সর্বোচ্চ ৩০ শতাংশ সুদ নিচ্ছে ব্র্যাক ব্যাংক। বেসরকারি খাতের ওয়ান ব্যাংকের সর্বনিম্ন ২৮ দশমিক ৫০ থেকে ৩১ দশমিক ৫০ শতাংশ পর্যন্ত সুদ রয়েছে ক্রেডিট কার্ডে। বিদেশী ব্যাংক স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে এ ঋণের সুদহার ৩৩ থেকে ৩৬ শতাংশ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ক্রেডিট কার্ডে ২৭ শতাংশ সুদ নিচ্ছে বেসরকারি খাতের ন্যাশনাল ব্যাংক। আর ২৪ শতাংশ হারে সুদ পরিশোধ করতে হচ্ছে ঢাকা ব্যাংক, এবি ব্যাংক, আইএফআইসি ও প্রিমিয়ার ব্যাংকের ক্রেডিট কার্ড গ্রাহকদের।
দেশী-বিদেশী ব্যাংকগুলোর মধ্যে ক্রেডিট কার্ডে সুদহার সবচেয়ে কম রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের। ক্রেডিট কার্ডে ঋণের বিপরীতে ১৪ শতাংশ সুদ নিচ্ছে ব্যাংকটি। এছাড়া বেসরকারি ডাচ্-বাংলা ব্যাংক ও বাংলাদেশ কমার্স ব্যাংক ক্রেডিট কার্ডের ঋণে সুদ নিচ্ছে ১৮ শতাংশ।

দেশে ক্রেডিট কার্ডের এ সুদহারকে মাত্রাতিরিক্ত বলে মনে করেন বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড.সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, একটি ব্যাংক ১৮ শতাংশ সুদে যে সেবা গ্রাহকদের দিচ্ছে, একই সেবা দেয়ার জন্য অন্য ব্যাংক নিচ্ছে ৩৪ শতাংশ সুদ। এর মাধ্যমেই বোঝা যাচ্ছে, গ্রাহকদের কাছ থেকে কোনো কোনো ব্যাংক বেশি হারে সুদ নিচ্ছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র শুভঙ্কর সাহা বলেন, ক্রেডিট কার্ডে ঋণের সুদহার বাংলাদেশ ব্যাংক নির্ধারণ করে দেয়নি। ব্যাংকগুলো নিজেদের সুযোগ-সুবিধা অনুযায়ী ক্রেডিট কার্ডে ঋণের সুদহার নির্ধারণ করেছে। অন্যান্য খাতে ঋণের সুদহারের তুলনায় ক্রেডিট কার্ডে ঋণের সুদহার একটু বেশি। এটা যেন অযৌক্তিক পর্যায়ে না যায়, সে বিষয়ে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকগুলোর প্রতি মৌখিক নির্দেশনা রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত