ডিএসইর লেনদেন ৫’শ কোটি টাকার নিচে

প্রকাশ : ২৪ এপ্রিল ২০১৭, ১৬:৪৬

সাহস ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৫’শ কোটি টাকার নিচে লেনদেন হয়েছে। যা বিগত সাড়ে ৫ মাস পরে এ পরিমাণ লেনদেন হয়েছে। একইসঙ্গে পতনে রয়েছে শেয়ারবাজার। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এ দিন ডিএসইতে ৪৯৯ কোটি ৯৩ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা ২০১৬ সালের ৬ নভেম্বর বা সাড়ে ৫ মাসের মধ্যে সর্বনিম্ন। একইসঙ্গে গত ৫ কার্যদিবস ধরে ধারাবাহিকভাবে আর্থিক লেনদেন কমছে।

এদিকে সোমবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ পয়েন্ট কমে দাড়িয়েছে ৫৪৩৫ পয়েন্টে। এতে গত ৫ কার্যদিবসের টানা পতনে সূচক কমেছে ১৬০ পয়েন্ট। যাতে সূচকটি চলতি বছরের ৮ ফেব্রুয়ারির মধ্যে বা ২ মাস ১৭ দিনের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমেছে।

ডিএসইতে লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানির মধ্যে ১১০টি বা ৩৩.৯৫ শতাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম বেড়েছে। অন্যদিকে দাম কমেছে ১৭৩টি বা ৫৩.৪০ শতাংশ কোম্পানির এবং অপরিবর্তিত রয়েছে ৪১টি বা ১২.৬৫ শতাংশ কোম্পানির।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত