আপটাভুক্ত দেশে ১০,৬৭৭টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ

প্রকাশ : ১২ জুন ২০১৭, ১৮:২৬

সাহস ডেস্ক

দ্য এশিয়া প্যাসিফিক ট্রেড এগ্রিমেন্টভুক্ত (আপটা) সাতটি দেশে মোট ১০ হাজার ৬৭৭টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। আজ সোমবার (১২ জুন) জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় আপটার দ্বিতীয় সংশোধনী অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন করেছে মন্ত্রিসভা। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ বিভাগের সচিব (সমন্বয় ও সংস্কার) এমএন জিয়াউল আলম।

জিয়াউল আলম বলেন, ‘আগে আপটাভুক্ত দেশে ৪ হাজার ৬৪৮টি পণ্যে বাংলাদেশ শুল্কমুক্ত সুবিধা পেতো। এ প্রস্তাব অনুমোদনের ফলে এখন থেকে ১০ হাজার ৬৭৭টি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ। যার মধ্যে ভারতে ৩ হাজার ৩৮১টি, চীনে ২ হাজার ৩৭২টি, দক্ষিণ কোরিয়ায় ৩ হাজার ৫৫৭টি এবং আফটাভুক্ত অন্য তিনটি দেশে বাকি পণ্যে শুল্কমুক্ত সুবিধা পাবে বাংলাদেশ।’

সচিব জিয়াউল আলম আরও বলেন, ‘পণ্যভেদে ৫ শতাংশ থেকে শতভাগ শুল্ক সুবিধা ভোগ করতে পারবে বাংলাদেশ।’

এছাড়াও, মন্ত্রিপরিষদ সভায় বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউট আইন-২০১৭-এর খসড়া অনুমোদন করা হয়। আইনে চারটি ধারা পরিবর্তন করা হয়েছে। আইনের ১২ ধারায় বলা হয়েছে, এ প্রতিষ্ঠানে নিযুক্ত বিজ্ঞানীরা বোর্ড গঠন করে বোর্ড কর্তৃক নির্ধারিত ফি নিতে পারবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত