ঈদ উপলক্ষে ৫ দিন হিলিতে আমদানি-রফতানি বন্ধ

প্রকাশ : ১৬ জুন ২০১৭, ১৪:৩৪

সাহস ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ২৩-২৭ জুন টানা পাঁচদিন দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্যসহ বন্দরের অভ্যন্তরীণ সব কার্যক্রম পুরোপুরি বন্ধ থাকবে। তবে পাসপোর্টে দুদেশের মধ্যে মানুষের যাতায়াত কার্যক্রম চালু থাকবে।

বাংলাহিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সচিব শাহিনুর ইসলাম জানান, বৃহস্পতিবার (১৫ জুন) অ্যাসোসিয়েশনের এক বৈঠকে ঈদ উপলক্ষে শুক্রবার (২৩ জুন) থেকে মঙ্গলবার (২৭ জুন) পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রাখার সিন্ধান্ত নেওয়া হয়। ২৮ জুন বুধবার থেকে বন্দরের সব কার্যক্রম ফের চালু হবে। 

বন্দর পরিচালনাকারী পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের ভারপ্রাপ্ত ম্যানেজার অশিত কুমার স্যানাল জানান, যেহেতু আগামী ২৩-২৭ জুন পর্যন্ত বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে, সে অনুযায়ী তাদের সঙ্গে সংগতি রেখেই টানা ৫ দিন পণ্য লোড-আনলোড ও ডেলিভারিসহ বন্দরের ভেতরের সব কার্যক্রম বন্ধ থাকবে।

হিলি স্থলবন্দর শুল্কস্টেশনের সহকারী কমিশনার মো. ফখরুল আমিন চৌধুরী জানান, ঈদ উপলক্ষে টানা পাঁচ দিন বন্দর দিয়ে আমদানি-রফতানি বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুদেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার ও ব্যাগেজ কার্যক্রম চালু রাখার জন্য হিলি স্থলবন্দরের জিরো পয়েন্টে কাস্টমসের একটি বিভাগ খোলা থাকবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আফতাব হোসেন জানান, বন্দরের কার্যক্রম বন্ধ থাকলেও হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টে দুদেশের মধ্যে মানুষ যাতায়াত কার্যক্রম চালু থাকবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত