মেয়াদ উত্তীর্ণের পরও মিলছে না বীমার টাকা

প্রকাশ : ০২ আগস্ট ২০১৭, ১৭:৩৯

নওগাঁ প্রতিনিধি

নওগাঁর আত্রাইয়ে মেয়াদ উত্তীর্ণ হওয়ার এক বছর পরও বীমাকৃত আমানতের টাকা ফেরত পাচ্ছেন না ২ শতাধিক গ্রাহক। মেয়াদ শেষ হওয়ার এক মাসের মধ্যে লাভসহ বীমার টাকা ফেরত দেওয়ার নিয়ম থাকলেও এক বছরেরও অধিক সময় ধরে গ্রাহকরা তাদের আমানতের টাকা ফেরত না পাওয়ায় হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন।

জানা যায়, সানলাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ নামে একটি বীমা সংস্থা প্রায় এক যুগ পূর্বে আত্রাইয়ে কাজ শুরু করে। ১০ বছর মেয়াদে টাকা জমা করলে ১০ বছর পর দ্বিগুণ টাকা ফেরত দেওয়ার প্রলোভন দিয়ে সহস্রাধিক গ্রাহক সংগ্রহ করে। এর মধ্যে এক বছরেরও বেশি সময় পূর্বে প্রায় ২৩০ জন গ্রাহকের ১০ বছর মেয়াদ উত্তীর্ণ হয়েছে। মেয়াদ উত্তীর্ণের পর এক মাসের মধ্যে টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও এক বছরেও তারা লাভসহ আমানতের টাকা ফেরত পায়নি। এতে চরম বিপাকে পড়েছেন গ্রাহকসহ ওই সংস্থার স্থানীয় কর্মীরা।

পাঁচপাকিয়া গ্রামের জাহেদুল ইসলাম, শিবপুর গ্রামের তোতা ও জয়নাথপুর গ্রামের গোলাম মোস্তফার সাথে কথা বললে তারা জানান, আমাদের বীমার ১০ বছর পূর্তির পর লাভসহ আমাদের টাকা ফেরত দেওয়ার কথা থাকলেও মেয়াদ উত্তীর্ণের পর প্রায় এক বছর পার হলেও আমরা আমাদের কোন টাকা ফেরত পাইনি।

এ ব্যাপারে আত্রাই উপজেলা শাখা অফিস ইনচার্জ আনিছুর রহমান বুলু বলেন, আমরা কাগজপত্র উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট পাঠিয়েছি। সেখানে কেন এত বিলম্ব হচ্ছে তা আমার জানা নেই।

এ ব্যাপারে সানলাইফ ইন্স্যুরেন্স কোং লিঃ রাজশাহী বিভাগীয় জুনিয়র সহকারী প্রজেক্ট ডাইরেক্টর অছিউর রহমান মিল্টন বলেন, মেয়াদ উত্তীর্ণের এক বছর পার হলেও গ্রাহকরা টাকা ফেরত পায়নি, এটা ঠিক না। আসলে এক সঙ্গে অনেক গ্রাহকের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় কিছুটা বিলম্ব হয়েছে। ইতোমধ্যেই অনেক গ্রাহকের টাকা আমরা ফেরত দিয়েছি। অল্প সময়ের মধ্যেই মেয়াদ উত্তীর্ণ সকল গ্রাহকই টাকা পেয়ে যাবেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত