১৫ দিনের ব্যবধানে ফের বাড়লো স্বর্ণের দাম

প্রকাশ : ১৩ আগস্ট ২০১৭, ১১:০৭

সাহস ডেস্ক

দুই সপ্তাহের ব্যবধানে ফের স্বর্ণের দাম বাড়ালো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। ১৩ আগস্ট (রবিবার) থেকে প্রতি ভরিতে সর্বোচ্চ এক হাজার ৫১৬ টাকা পর্যন্ত দাম বাড়ছে। 

১২ আগস্ট (শনিবার) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ভালো মানের (২২ ক্যারেট) স্বর্ণ ৪৮ হাজার ৬৩৯ টাকা, ২১ ক্যারেট ৪৬ হাজার ৪৮১ টাকা এবং ১৮ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ৪০ হাজার ৮২৪ টাকায়। আর সনাতন পদ্ধতির স্বর্ণের ভরি দাঁড়াবে ২৬ হাজার ২৪৪ টাকা।

এর আগে গত ২৮ জুলাই স্বর্ণের দাম ভরিতে এক হাজার ৩৪১ টাকা পর্যন্ত বাড়িয়েছিল বাজুস। আন্তর্জাতিক বাজারে এক মাস ধরে দাম ঊর্ধ্বমুখী থাকায় নতুন করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

প্রসঙ্গত, গত জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দুই দফা দরবৃদ্ধির পর গত ৮ মে ভরিতে স্বর্ণের দাম এক হাজার ১৬৭ টাকা কমায় সমিতি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত