ছুটির দিনেও সচল হিলি স্থলবন্দরের কার্যক্রম

প্রকাশ : ১৮ আগস্ট ২০১৭, ১৬:৪৫

সাহস ডেস্ক

দিনাজপুরের হিলি স্থলবন্দরের ভেতরে ১১ দিন ধরে আটকে থাকা চাল খালাস করতে শুক্রবার (১৮ আগস্ট) ছুটির দিনেও বন্দরের সব কার্যক্রম চালু রয়েছে।তবে বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে।

হিলি স্থলবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ বিষয়ক কর্মকর্তা মো. সোহরাব হোসেন জানান, চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার হবে এমন আশায় গত ৭ আগস্ট সোমবার থেকে বন্দর দিয়ে আমদানিকৃত চাল খালাস বন্ধ রাখেন আমদানিকারকরা। এতে করে বৃহস্পতিবার (১৭ আগস্ট) পর্যন্ত বন্দরের ভেতরে ৫৫০টি ট্রাকে প্রায় ১৫/১৬ হাজার টন চাল আটকা পড়েছিল যাতে করে বন্দরের ভেতরে পণ্যজটের সৃষ্টি হয়েছিল। বৃহস্পতিবার বিকালে ১০ ভাগ থেকে কমিয়ে ২ ভাগ করার শুল্ক কমানোর সেই আদেশের কপি আসার ফলে বন্দরে আটকে থাকা চাল বোঝাই ট্রাক থেকে চাল খালাস শুরু হয়েছে।

তিনি আরও জানান, আজ শুক্রবার সরকারি ছুটিতে বন্দরের কার্যক্রম বন্ধ থাকার কথা। কিন্তু বন্দর থেকে আটকে থাকা চাল খালাসসহ ব্যবসায়ীদের ক্ষতি পুষিয়ে নিতে তাদের আবেদনের প্রক্ষিতে আজ বন্দরের ভেতরে ট্রাক থেকে পণ্য খালাস, ভর্তি ও সরবরাহসহ বন্দরের সব কার্যক্রম চালু রয়েছে। তবে বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রয়েছে। আগামীকাল বন্দর দিয়ে দুদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত