সূচক ও লেনদেনে সামান্য পতন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০১৭, ১৮:৪৬

সাহস ডেস্ক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের সামান্য পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে ৭০ শতাংশ কোম্পানির মূল্য সূচকের দরপতন ঘটেছে। আজ মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) লেনদেনও আগের দিনের চেয়ে কিছুটা কমেছে।

বাজার বিশ্লেষণে দেখা যায়, আজ ডিএসইতে ১৫০৮ কোটি ৭৩ লাখ ৯৩ হাজার ৪৮৭ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৭ কোটি ৫০ লাখ টাকা কম। আগের দিন ১৫২৮ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছিল।

আজ ডিএসইতে মোট ৩৩০ টি কোম্পানির ৫৩ কোটি ২৬ লাখ ৯৩ হাজার ৬৩২ টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে।

এদিকে, ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে ০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে ৬২৩৬ দশমিক ৫৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩ দশমিক ৪০ পয়েন্ট কমে ২২১৪ দশমিক ০৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৫ দশমিক ১০ পয়েন্ট কমে ১৩৭৫ দশমিক ৩০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হওয়া কো¤পানির মধ্যে দাম বেড়েছে ৭০ টির, কমেছে ২৩০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩০ টি কোম্পানির শেয়ার।

টাকার অংকে লেনদেনের শীর্ষে থাকা প্রধান ১০টি কোম্পানি হলো : ন্যাশনাল ব্যাংক লি., আইএফআইসি ব্যাংক, আল আরাফাহ ইসলামি ব্যাংক, ইফাদ অটোস, উত্তরা ব্যাংক, সিটি ব্যাংক লি., ফার্স্ট সিকিউরিটি ইসলামি ব্যাংক, ইউসিবিএল, এক্সিম ব্যাংক লিঃ ও এবি ব্যাংক লিঃ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : উত্তরা ব্যাংক, পূবালী ব্যাংক লি., ন্যাশনাল ব্যাংক লি., মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, আইএফআইসি ব্যাংক, গোল্ডেন হারভেস্ট, এশিয়া প্যাসেফিক, নিটল ইন্সুরেন্স, স্ট্যান্ডার্ড সিরামিকস ও আরএন স্পিনিং।

অন্যদিকে দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো : রিলায়েন্স ওয়ান মিউচ্যুয়াল ফান্ড,শ্যামপুর সুগার, এফএএস ফাইন্যান্স, রূপালি ব্যাংক, বিবিএস ক্যাবলস, প্রাইম টেক্স, রিজেন টেক্স, কেডিএস এক্সেসরিজ লি., জিল বাংলা সুগার ও সেন্ট্রাল ইন্সুরেন্স।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত