ভারতের অর্থমন্ত্রী ঢাকায়

প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৭, ১৮:২৬

সাহস ডেস্ক

তিনদিনের রাষ্ট্রীয় সফরে বাংলাদেশে এসেছেন ভারতের অর্থ ও করপোরেটবিষয়ক মন্ত্রী অরুণ জেটলি। আজ মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে ঢাকা এসে পৌঁছান তিনি।

দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পর্ক দৃঢ় করা এবং সম্পর্ক আরো জোরদারের বিষয়ে আলোচনা করতেই অরুণ জেটলির এই ঢাকা সফর।

কর্তৃপক্ষের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবি জানায়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের আমন্ত্রণে আজ দুপুর ২টা ২৫ মিনিটে রাজধানীর বঙ্গবন্ধু বিমানঘাঁটিতে এসে পৌঁছান অরুণ জেটলি। এ সময় তাঁকে বাংলাদেশে স্বাগত জানান অর্থমন্ত্রী।

২০১৫ সালের জুন মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের সময় এবং ২০১৭ সালে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের মধ্যে উন্নয়ন ও অর্থনৈতিক সহযোগিতার যেসব উদ্যোগ নেওয়া হয়েছিল, এবারের সফরে দুই মন্ত্রী সেগুলোর পর্যালোচনা করবেন বলে আশা করা হচ্ছে।

এবারের সফরে ভারতের অর্থ ও করপোরেটবিষয়ক মন্ত্রী বাংলাদেশে বেশকিছু দ্বিপক্ষীয় বৈঠক করবেন।

ভারতীয় হাইকমিশন জানিয়েছে, গত কয়েক বছরে ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের প্রবাহ বেড়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত