টাকা হাতে উদ্যোক্তাদের অপেক্ষায় ব্যাংক

প্রকাশ : ০৭ অক্টোবর ২০১৭, ১৫:০৮

তপু আহম্মেদ

সোনালী ব্যাংক টাঙ্গাইল প্রিন্সিপাল অফিসের অধিনস্ত সকল শাখার প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

৭ অক্টোবর (শনিবার) সকালে টাঙ্গাইলের এলেঙ্গা রিসোর্টের কনফারেন্স হলে এই সভার আয়োজন করা হয়।

সভায় সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক বীর মুক্তিযোদ্ধা ড. মো. নূরুল আলম তালুকদার বলেছেন, মধুপুরের আনারস নষ্ট হয়ে যাচ্ছে, কাঁঠাল নষ্ট হয়ে যায়। কিন্তু এটাকে প্রিজার্ভ করার কোন ক্যাপাসিটি কেউ করে না। উদ্যোক্তাদের এগিয়ে আসতে হবে, ব্যাংক টাকা নিয়ে এখন বসে আছে। এখন শুরু করেন। সোনালী ব্যাংক অবশ্যই রেডি। আপনাকে লোন দিতে। আর এভাবেই সোনার বাংলা গড়তে হবে।

সোনালী ব্যাংকের ময়মনসিংহ জেনারেল ম্যানেজার অফিসের জেনারেল ম্যানেজার মো. আব্দুল গফুরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী, জেনারেল ম্যানেজার ও কোম্পানি সচিব এ কে এম সাজেদুর রহমান খান।

মতবিনিময় সভায় ব্যাংকের টাঙ্গাইল প্রিন্সিপাল অফিসের কর্মকর্তারা, বিভিন্ন শাখার প্রধানগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত