৩৫% লভ্যাংশ দেবে একমি ল্যাবরেটরিজ

প্রকাশ : ১০ অক্টোবর ২০১৭, ১২:৪৭

সাহস ডেস্ক

ওষুধ কোম্পানি দি এক্‌মি ল্যাবরেটরিজ শেয়ারহোল্ডারদের ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দেবে। আজ মঙ্গলবার (১০ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে ।

দি এক্‌মি ল্যাবরেটরিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ ২০১৭ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এ লভ্যাংশ ঘোষণা করেছে। ৩৫ শতাংশ নগদ লভ্যাংশের অর্থ হলো প্রতি শেয়ারে ৩ টাকা ৫০ পয়সা করে পাবেন বিনিয়োগকারীরা। শেয়ারটি সোমবারের সমাপনী দর ছিল ১১৩ টাকা ।
আজ মঙ্গলবার সকাল ১০:৪৩ মিনিটে শেয়ারটি ৯০ পয়সা কমে ১১২ টাকা ১০ পয়সায় লেনদেন হয়। সে হিসেবে প্রকৃত লভ্যাংশ হয়েছে ৩ দশমিক ১২ শতাংশ ।একমি আগের বারও ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল।

আলোচ্য সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৬ টাকা ৬১ পয়সা। একই সময়ে  শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) হয়েছে ৮০ টাকা ১৩ পয়সা।

৪ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৩১ অক্টোবর। এ ক্যাটাগরির এ কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ২০১৬ সালে ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত