এডিপি বাস্তবায়নের হার বেড়েছে

প্রকাশ : ২৪ অক্টোবর ২০১৭, ১৮:৫৩

সাহস ডেস্ক

চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ১০ দশমিক ২১ শতাংশ বেড়েছে। এই অর্থবছরে এডিপি’র সার্বিক ব্যয় ধরা হয়েছে ১৬ হাজার ৭শ’ ৫৫ কোটি টাকা।

পরিকল্পনামন্ত্রী এ এইচ এম মুস্তফা কামাল মঙ্গলবার (২৪ অক্টোবর) রাজধানীর শের-এ-বাংলা নগরে একনেকের এক সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে একথা বলেন।

গত অর্থবছরে এডিবি’র সার্বিক ব্যয় ধরা হয়েছিল ১০ হাজার ৭শ’ ৮৯ কোটি টাকা। প্রথম প্রান্তিকে এর নয় শতাংশ ব্যয় বাস্তবায়িত হয়েছিল।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত