আয়কর মেলায় ৩ ঘণ্টা সময় বেড়েছে

প্রকাশ : ০৪ নভেম্বর ২০১৭, ১৮:৫৬

সাহস ডেস্ক

আট বিভাগীয় শহর, ৫৬ জেলা ও ১০৩টি উপজেলাসহ সারা দেশে ১৬৭টি জায়গায় আয়কর মেলা চলছে। প্রতিদিন মেলা সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে এই মেলা। ছুটির দিন হওয়া ৪ নভেম্বর (শনিবার) সকাল ৮টা থেকে শুরু হয়। শত শত করদাতা রিটার্ন দাখিল-করসেবা গ্রহণ করে।

মেলা সূত্র জানায়, মেলা ১ নভেম্বর থেকে শুরু হয়েছে। চলবে ৭ নভেম্বর পর্যন্ত। আয়কর মেলার আগামী ৩দিন (৫-৭ নভেম্বর) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।

প্রসঙ্গত, মেলা সূত্র জানায়, ১ নভেম্বর থেকে শুরু হওয়া মেলায় গত ৩ দিনে ঢাকাসহ সারাদেশে মোট ৯৮৪ কোটি ৭০ লাখ ৪৬ হাজার ১২৯ টাকার আয়কর আহরণ, ৩ লাখ ৯৬ হাজার ৬৩১ জনের করসেবা গ্রহণ ও ১ লাখ ১০ হাজার ৬৪টি রিটার্ন দাখিল করেছেন।

৩ নভেম্বর (শুক্রবার) মেলার তৃতীয় দিনে রাজধানী ঢাকাসহ সারাদেশের ৬০টি স্পটে মেলা অনুষ্ঠিত হয়। এ দিন মেলায় ২৩৩ কোটি ৩৯ লাখ ৫৯ হাজার ৭১৪ টাকার আয়কর আহরণ, ১ লাখ ৬৪ হাজার ২৫২ জনের সেবা গ্রহণ ও ৩৯ হাজার ৬৭২টি রিটার্ন দাখিল করা হয়।

সাহস২৪.কম/জুয়েনা/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত