রাজধানীর করদাতাদের আজ থেকে কর কার্ড

প্রকাশ : ২০ নভেম্বর ২০১৭, ১৩:৪৯

সাহস ডেস্ক

ঢাকার করদাতাদেরকে পরিচয়পত্র বা কর কার্ড দেওয়া হচ্ছে। আপনি যে কর অঞ্চলের করদাতা, সেই কর কার্যালয়ে গিয়ে প্রথমে বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দিতে হবে। পরে প্রাপ্তি রসিদটি কর অঞ্চলে জমা দিলেই কর কার্ড পাওয়া যাবে। এ জন্য অবশ্য এক-দুদিন অপেক্ষা করতে হতে পারে।

জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে, প্রতিটি কর অঞ্চল থেকে সঙ্গে সঙ্গে কর কার্ড দেওয়া সম্ভব হবে না। সংশ্লিষ্ট কর অঞ্চল থেকে প্রাপ্তি রসিদটি কর অঞ্চল-২-এ পাঠিয়ে দেওয়া হবে। সেখান থেকেই সব করদাতার নামে কর কার্ড ইস্যু করা হবে। মূলত কর কার্ড ইস্যু করার মেশিন-স্বল্পতার কারণেই কর অঞ্চল-২-কে এই দায়িত্ব দেওয়া হয়েছে। যাঁরা এরই মধ্যে রিটার্ন জমা দিয়েছেন কিন্তু কর কার্ড পাননি, তারা নিজ নিজ কর কার্যালয়ে গিয়ে একই প্রক্রিয়ায় কর কার্ড নিতে পারবেন।

ইতিমধ্যে রাজধানীর বিভিন্ন কর কার্যালয়কে আয়কর মেলার আমেজে সাজানো হয়েছে। প্রায় সব কার্যালয়ে কর সেবা দেওয়ার জন্য বিভিন্ন বুথ তৈরি করা হয়েছে। অন্যদিকে ২৪ থেকে ৩০ নভেম্বর সারা দেশে কর সপ্তাহ পালন করা হবে।

৩০ নভেম্বর রিটার্ন জমার শেষ দিন। সেদিন গতবারের মতো কর দিবস পালন করবে এনবিআর।

সাহস২৪.কম/ আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত