‘খেলাপি ঋণ নিয়ে উদ্বিগ্ন কেন্দ্রীয় ব্যাংক’

প্রকাশ | ২২ নভেম্বর ২০১৭, ১৪:২৩

অনলাইন ডেস্ক

বাংলাদেশে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ নিয়ে বাংলাদেশ ব্যাংক উদ্বিগ্ন বলে জানিয়েছন গভর্নর ফজলে কবির বলেন, ব্যাংকিং খাতে খেলাপি ঋণ একটি গুরুতর সমস্যা। এই বিষয়টি নিয়ে কেন্দ্রীয় ব্যাংক উদ্বিগ্ন। 

তিনি বলেন, হঠাৎ করেই দেশে খেলাপি ঋণের পরিমাণ বাড়েনি। এটা দীর্ঘদিন ধরে ধারাবাহিকভাবে বেড়েছে।

অর্থনৈতিক রিপোর্টার্স ফোরাম (ইআরএফ) ও বাংলাদেশ ব্যাংক যৌথ আয়োজনে ২১ নভেম্বর (বুধবার) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক কর্মশালায় তিনি এসব কথা বলেন।  

কর্মশালায় আরও উপস্থিত ছিলেন- ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, এসএম মনিরুজ্জামান, ইআরএফ’র সভাপতি সাইফ ইসলাম দিলাল, সাধারণ সম্পাদক জিয়াউর রহমান প্রমুখ।

সাহস২৪.কম/জুয়েনা