কালো টাকার ছড়াছড়ি হতে পারে: অর্থমন্ত্রী

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০১৮, ১৬:৪৯

সাহস ডেস্ক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছেন, নির্বাচন সামনে রেখে কালো টাকার ছড়াছড়ি হতে পারে। এ জন্য সতর্কতার সঙ্গে ব্যাংকগুলোকে অর্থ বিতরণ করতে হবে।

২৮ জানুয়ারি (রবিবার) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকের বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। 

অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাত নিয়ে সমালোচনা আছে। সেটি থাকবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোকে বাজেট থেকে মূলধন সরবরাহ করাতেও সমালোচনা আছে। সমালোচনা থাকুক। তবুও বাজেট থেকে সরকারি ব্যাংকগুলোতে মূলধন জোগান দেওয়া হবে।

অনুষ্ঠানে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল মান্নান, রূপালী ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত