বেনাপোল-পেট্রাপোল বন্দরে বাণিজ্য শুরু

প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৮, ১৪:৩৩

সাহস ডেস্ক

টানা পাঁচদিন বন্ধ থাকার পর কর্মবিরতি প্রত্যাহারে বেনাপোল স্থলবন্দরের সঙ্গে পেট্রাপোল বন্দরের পুনরায় আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। আর এতে করে বন্দর এলাকায় কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

৩০ জানুয়ারি (মঙ্গলবার) দুই পক্ষের মধ্যে সমঝোতামূলক সিদ্ধান্তের পর ব্যবসায়ীরা কর্মবিরতি তুলে নেওয়ায় সকাল থেকে স্বাভাবিক নিয়মে এপথে বাণিজ্য শুরু হয়।

এর আগে গত ২৪ জানুয়ারি (বুধবার) ভারতীয় কাস্টমসের নতুন নিয়মে কারপাস প্রথাসহ হয়রানির প্রতিবাদে কর্মবিরতি ডেকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ করে দিয়েছিলো ব্যবসায়ীরা।

ভারতের পেট্রাপোল চেকপোস্ট সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, দুই পক্ষের মধ্যে ফলপ্রশ্রু আলোচনা শেষে কাস্টমস কর্তৃপক্ষ তাদের ন্যায়সঙ্গত দাবি মেনে নেওয়ায় কর্মবিরতি তুলে বাণিজ্যিক কার্যক্রম শুরু করা হয়েছে। এখন থেকে পূর্বের নিয়মেই কার্যক্রম চলবে বলেও জানান তিনি।

বেনাপোল স্থলবন্দরের ভারপ্রাপ্ত পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম বলেন, ব্যবসায়িদের দুর্ভোগের কথা মাথায় রেখে আটকে থাকা পণ্য দ্রুত খালাসের জন্য সংশ্লিষ্ট সব বিভাগকে নির্দেশনা দেওয়া হয়।

এদিকে বাণিজ্য কাজ শুরু হওয়ায় কর্মব্যবস্থা ফিরে এসেছে দুই পারের বন্দরের শ্রমিকদের মধ্যে। বন্দর টানা বন্ধের ফলে একদিকে যেমন সরকার বঞ্চিত হচ্ছিলো রাজস্ব আদায় থেকে, তেমনি প্রায় ১০ কোটি টাকা লোকশানের মুখে পড়তে হয়েছে ব্যবসায়ীদের।

সাহস২৪.কম/জুয়েনা/আল মনসুর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত