পেঁয়াজের ন্যূনতম রপ্তানি মূল্য তুলে নিয়েছে ভারত

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২৭

হিলি প্রতিনিধি

পেঁয়াজের রপ্তানি মূল্য আবারো কমালো ভারত। এই ঘোষণার মাধ্যমে পেঁয়াজের নির্ধারিত রপ্তানি মূল্য তুলে নিলো দেশটির কাঁচা পণ্যের মূল্য নির্ধারণী সংস্থা (ন্যাপেড)। এখন থেকে ভারতের মোকামে যে মূল্যে আমদানিকারক পেঁয়াজ কিনবেন সেই মূল্যেই পেঁয়াজ রপ্তানি করবে ভারত। 

এসংক্রান্ত একটি ফ্যক্সবার্তা শুক্রবার রাতে ভারতের হিলি কাস্টমস এ এসে পৌঁছেছে বলে জানিয়েছেন হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক ব্যবসায়ীরা। ভারতের বাজারে পেঁয়াজের সরবরাহ বেড়ে ওঠায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তারা।

হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কারক গ্রুপের সভাপতি হারুন-উর-রশিদ হারুন জানান, রবিবার থেকে নতুন মূল্যে হিলি স্থলবন্দর দিয়ে দেশে পেঁয়াজ আমদানি শুরু হবে। এর ফলে দেশের বাজারে পেঁয়াজের আমদানি বেড়ে ওঠার পাশাপাশি দাম কমে আসবে বলে মনে করেন তিনি।

এদিকে, গত সাত দিনে ১ হাজার ৫৮৫ মে: টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত