পুঁজিবাজারে সূচক নামছেই

প্রকাশ | ০৫ ফেব্রুয়ারি ২০১৮, ১৩:২১

অনলাইন ডেস্ক

চলতি সপ্তাহে পর পর দ্বিতীয় দিনের মতো পুঁজিবাজারে শেয়ারের মূল্য সূচকের বড় ধরনের পতনের মধ্য দিয়ে লেনদেন চলছে পুঁজিবাজারে।

সোমবার (৫ ফেব্রুয়ারি) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক ঘণ্টার লেনদেন শেষে সাড়ে ১১টায় প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৮৭ পয়েন্ট বা ১ দশমিক ৪৭ শতাংশ বা পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮০১ পয়েন্টে।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) এক ঘণ্টার লেনদেন শেষে প্রধান সূচক সিএএসপিআই ২০৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ১০ পয়েন্টে।

রবিবার (৪ ফেব্রুয়ারি) প্রায় তিন বছরের মধ্যে সূচকের বড় পতন ঘটে ডিএসইতে। ডিএসইএক্স ১৩৩ পয়েন্টের বেশি বা ২ দশমিক ১১ শতাংশ কেমে গিয়ে দাঁড়ায় ৫৮৮৮ পয়েন্টে। গত সোয়া তিন বছরে বছরের মধ্যে সূচকের এত বড় পতন দেখা যায়নি।

বড় পতনের পর সোমবার দিনের শুরুতে সামান্য ইতিবাচকভাবে শুরু হলেও তা পাঁচ মিনিটের বেশি স্থায়ী হয়নি। ২২ মিনিটের মধ্যে ডিএসইএক্স ১১৬ পয়েন্টের বেশি কমে নেমে ৫৭৭১ পয়েন্টে।

ব্যাংক আমানতে সুদের হার বৃদ্ধি, মুদ্রানীতি, ব্যাংক আমানত-ঋণের (এডি) অনুপাত কমানো নিয়ে গত কিছুদিন ধরেই বাজার ধুঁকছিল।

এরপর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়ের তারিখ নির্ধারন হওয়ার পর রাজনৈতিক অবস্থা কি হতে পারে সে শঙ্কা বিনিয়োগকারীদের রয়েছে বলে বাজার সংশ্লিষ্টরা মনে করছেন।

রবিবার পযন্ত ছয় কার্যদিবসের মধ্যে পাঁচ দিনেই ডিএসইএক্স কমেছে প্রায় ৩২৭ পয়েন্টের বেশি। গত একমাসে সূচক কমেছে প্রায় ৪০০ পয়েন্ট।

সোমবার প্রথম ঘন্টায় ডিএসইতে হাতবদল হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩টির, কমেছে ২৬৮টির এবং অপরিবর্তিত রয়েছে ১৬টির। লেনদেন হয়েছে ১৩৩ কোটি টাকার।

সিএসইতে হাতবদল হওয়া কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১টির, কমেছে ১২২টির এবং অপরিবর্তিত রয়েছে ৮ টির। লেনদেন হয়েছে সাড়ে ৫ কোটি টাকার।

সাহস২৪.কম/আল মনসুর