আজ জাতীয় পাট দিবস

প্রকাশ | ০৬ মার্চ ২০১৮, ১০:৫৯

অনলাইন ডেস্ক

‘সোনালী আশেঁর সোনার দেশ’ প্রতিপাদ্য নিয়ে পাটের বহুমুখী সম্ভাবনাকে কাজে লাগাতে চায় সরকার। এ লক্ষ্যে বস্ত্র ও পাট মন্ত্রণালয় বহুমুখী উদ্যোগ নিয়েছে। পাটের গুরুত্ব তুলে ধরতে আজ ৬ মার্চ মঙ্গলবার দ্বিতীয়বারের মতো সারা দেশে পালিত হচ্ছে জাতীয় পাট দিবস। 

রফতানি উন্নয়ন ব্যুরো সূত্র জানায়, ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশ ১৯ দশমিক ৬২ লাখ বেল পাট ও পাটজাত দ্রব্য রফতানি করে। এ থেকে আয় হয় ৭ হাজার ২৯৪ কোটি ৪০ লাখ টাকা। এটি গত অর্থবছরের তুলনায় ৮৭৫ কোটি ৫০ লাখ টাকা বেশি। দেশে মোট কাঁচা পাটের উৎপাদনের পরিমাণ ৮০ থেকে ৮৫ লাখ বেল। অভ্যন্তরীণ চাহিদা হচ্ছে ৬৩ লাখ বেল, যা মোট উৎপাদনের ৭৫ শতাংশ। পাশাপাশি বছরে ১২ লাখ বেল কাঁচা পাট বিদেশে রফতানি হচ্ছে। অবশিষ্ট ৭ থেকে ১০ লাখ বেল পাট ব্যবহার হচ্ছে গৃহস্থালি কাজে।

রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত এই ৭ মাসে কাঁচা পাট রফতানিতে আয় হয়েছে ৯ কোটি ৫৫ লাখ ডলার। পাট সুতা ও কুণ্ডলী রফতানিতে আয় হয়েছে ৪১ কোটি ৪৬ লাখ ডলার। পাটের বস্তা ও ব্যাগ রফতানি হয়েছে ৯ কোটি ২৫ লাখ ডলারের। পাটজাত অন্যান্য পণ্য থেকে রফতানি আয় হয়েছে ৭ কোটি ৩ লাখ ডলার।

আন্তর্জাতিক বাজারে প্রচুর চাহিদা সত্ত্বেও উৎপাদন ও পণ্য বহুমুখীকরণ স্বল্পতার কারণে পর্যাপ্ত পরিমাণে রফতানি করা সম্ভব হচ্ছে না। নানা সীমাবদ্ধতার পরও ২০১৭-১৮ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) পাট ও পাটজাত পণ্য রফতানি থেকে বৈদেশিক মুদ্রা আয় হয়েছে ৬৬ কোটি ১৮ লাখ ডলার। এটি লক্ষ্যমাত্রার তুলনায় ১০ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সূত্র মতে, বিশ্বের প্রায় ৬০টি দেশে বাংলাদেশের পাট ও পাটপণ্যের ব্যাপক চাহিদা রয়েছে। বর্তমানে বাংলাদেশ থেকে বেলজিয়াম, বেনিন, ব্রাজিল, বুলগেরিয়া, কানাডা, চিলি, চীন, কঙ্গে, কোস্টারিকা, মিসর, পর্তুগাল, রোমানিয়া, রাশিয়া, সৌদি আরব, সুদান, দক্ষিণ আফ্রিকা, তাইওয়ান, তাজিকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, উগান্ডা, গুয়েতেমালা, উজবেকিস্তান, ভিয়েতনাম,  ইতালি, ইন্দোনেশিয়া, ইথিওপিয়া, গাম্বিয়া, জার্মানি, আফগানিস্তান, আলজেরিয়া, অস্ট্রিয়া, গুয়েতেমালা, হাইতি, ভারত, আয়ারল্যান্ড, ইরান, জাপান, জর্ডান, কোরিয়া, লিবিয়া, মালয়েশিয়া, মেক্সিকো, মরক্কো, মিয়ানমার, নেদারল্যান্ড, পাকিস্তান, পোল্যান্ডে পাট ও পাটপণ্য রফতানি হয়।

দেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত্ব খাতে মোট ২২টি পাটকল চালু রয়েছে। এছাড়া বেসরকারি খাতে প্রায় ২০০টি পাটকল আছে।

জাতীয় পাট দিবস উপলক্ষে আজ মঙ্গলবার (৬ মার্চ) বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আয়োজিত মূল অনুষ্ঠানের উদ্বোধন করবেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি তিন দিনব্যাপী পাটপণ্য মেলারও উদ্বোধন করবেন। দিবসটি উপলক্ষে রাজধানীর প্রধান প্রধান সড়ক ও সড়ক দ্বীপগুলো সাজানো হয়েছে। আগামী ৮ মার্চ পর্যন্ত এটি বলবৎ থাকবে।