রমজানে দাম বাড়বে না নিত্যপণ্যের : বাণিজ্যমন্ত্রী

প্রকাশ | ০১ এপ্রিল ২০১৮, ১৪:১৩

অনলাইন ডেস্ক

আসন্ন রমজান মাসে নিত্যপণ্যের কৃত্রিম সংকট তৈরি হবে না এবং এসব পণ্যের দামও বাড়বে না বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘বিশ্ববাজারে দাম বৃদ্ধি ও ডলারের দাম বাড়ার কোনো প্রভাব বাংলাদেশের বাজারে পড়বে না।’

আজ রবিবার বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

মন্ত্রী বলেন, রমজানে যে পরিমাণ পণ্যের চাহিদা রয়েছে, দেশে মজুদ তার চেয়ে বেশি রয়েছে। পণ্যের সরবরাহও স্বাভাবিক রয়েছে।

তোফায়েল আহমেদ আরো বলেন, ‘চাল, আটা, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, খেজুর এইগুলো সবকিছুই আমাদের পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে। তবে সংকট সৃষ্টির কোনো আশঙ্কা দেখছি না।