৭০০ কোটি টাকা সংগ্রহের অনুমোদন পেল প্রাইম ব্যাংক

প্রকাশ : ০৪ এপ্রিল ২০১৮, ১৭:৫৪

সাহস ডেস্ক

পুঁজিবাজারের ব্যাংকিং খাতের তালিকাভুক্ত প্রাইম ব্যাংককে ফ্লোটিং রেট নন-কনভার্টেবল সাব-অর্ডিনেটেড বন্ড ছাড়ার অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর মাধ্যমে ব্যাংকটি ৭০০ কোটি টাকা উত্তোলন করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

বিএসইসি জানায়, টায়ার টু মূলধন ভিত্তির শর্ত পূরণে এ বন্ড ইস্যু করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংকটি। বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বীমা কোম্পানি, করপোরেট বডি, ফান্ড ও যোগ্য বিনিয়োগকারীরাই প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে বন্ডটির ইউনিট কিনতে পারবে। এ বন্ডের প্রতি ইউনিটের অভিহিত মূল্য ১০ লাখ টাকা। ট্রাস্টি হিসেবে রয়েছে গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং ম্যান্ডেটেড লিড অ্যারেঞ্জার হিসেবে কাজ করবে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।

উল্লেখ্য, প্রাইম ব্যাংক এই বন্ড ইস্যুর মাধ্যমে উত্তোলিত অর্থে টায়ার টু ক্যাপিটাল বেজ-এর শর্ত পূর্ণ করবে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত