একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

প্রকাশ : ০৮ মে ২০১৮, ১৭:২০

সাহস ডেস্ক

১৩ হাজার ২৮৮ কোটি টাকা ব্যয়ে ১৩টি প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। মঙ্গলবার (৮ মে) প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে শেরে বাংলা নগরের এনইসি মিলনাতয়নে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, ‘১৩টি প্রকল্পের মধ্যে বাংলাদেশ জিন ব্যাংক প্রকল্প অন্যতম। ৪৬০ কোটি টাকা ব্যয়ে বাংলাদেশ জিন ব্যাংক প্রকল্প বাস্তবায়ন করবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি ও গণপূর্ত অধিদফতর। ২০২১ সালের ৩০ জুন মেয়াদে এই প্রকল্প বাস্তবায়ন হবে।’

বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রী ও সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত