নওগাঁয় বোরো মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে

প্রকাশ : ০৮ মে ২০১৮, ১৮:০২

সাহস ডেস্ক

নওগাঁ জেলায় মোট ৪৩ হাজার ২ মেট্রিকটন সংগ্রহের লক্ষ্যমাত্রা সামনে রেখে বোরা মৌসুমের চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। 

আজ মঙ্গলবার (৮মে) নওগাঁ সদর খাদ্য গুদাম চত্বরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলার বোরো চাল সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন খাদ্য মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নওগাঁ সদর আসনের সংসদ সদস্য মোঃ আব্দুল মালেক। 

উদ্বোধনী অনুষ্ঠানে জেলার অন্যতম চাল প্রস্তুতকারী প্রতিষ্ঠান বেলকন কোম্পানী লিঃ এর চেয়ারম্যান মোঃ বেলাল হোসেনের ২০ মেট্রিক টন চাল সরবরাহের ওজন মান মজুদ সনদ প্রদানের মধ্যে দিয়ে এ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি। 

এ সময় জেলা খাদ্য নিয়ন্ত্রক মোঃ আব্দুস সালাম, সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোঃ মোহাজের হাসান, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক দুলাল উদ্দিন খান, জেলা চাল কল মালিক সমিতির সভাপতি আলহাজ্ব রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মোঃ ফরহাদ হোসেন চকদার, যুগ্ম সম্পাদক মোঃ মোতাহার হোসেন পলাশ, সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল কাইয়ুম এবং বেলকন কোম্পানীর চেয়ারম্যান মোঃ বেলাল হোসেন উপস্থিত ছিলেন। 

এ বছর সরকারি সিদ্ধান্ত অনুযায়ী খাদ্য বিভাগ প্রতি কেজি চাল ৩৮ টাকা দরে ক্রয় করছে এবং সদর উপজেলার ১৯ হাজার ৭শ ১৭ মেট্রিকটনসহ জেলায় মোট চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা ৪২ হাজার ২ মেট্রিকটন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত