২০২০ সালে শেষ হবে পায়রা বন্দরের কাজ : অর্থমন্ত্রী

প্রকাশ : ১২ মে ২০১৮, ১৮:১৩

সাহস ডেস্ক

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, পায়রা বন্দরের নির্মাণ কাজ শেষ হবে ২০২০ সালের ডিসেম্বরে। ২০১৮ সালের ডিসেম্বরে কথা থাকলেও শেষ হচ্ছে না।

শনিবার (১২ মে) বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনে কেন্দ্রে প্রাক বাজেট আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, পায়রা সম্বন্ধে যদি বলা হয়েছে ২০১৮ অর্থবছরে শেষ হবে। এটা সম্ভবত ১৮ অর্থবছরে শেষ হবে না। আমার হিসেবে এটা ২০২০ সালের ডিসেম্বরে শেষ হবে। তবে বাস্তবায়নাধীন উন্নয়ন প্রকল্পে একটি সুবিধা আছে। কাজ শুরুর পরে সময় অনেক কম লাগে। যমুনা সেতুর ক্ষেত্রে এ রকম হয়েছে। পায়রা ও রেলওয়ের ক্ষেত্রে এটা হবে। রেলের অবস্থা খুবই খারাপ।

প্রত্যেক বছরই উন্নয়নের কিছু প্রচেষ্টা হয়। কিছু উন্নতি হয়তো হয়। বাস্তবায়নে ধীরগতি একটি বাস্তব সমস্যা উল্লেখ করে তিনি বলেন, এটা আগের চেয়ে কমে আসছে। বাস্তবায়ন আগে ৮২ শতাংশ পর্যন্ত ছিল। এখন ৯৩ থেকে ৯৫ শতাংশ পর্যন্ত পৌঁছেছে।

প্রকল্পের গুণগত মান নিয়েও যথেষ্ট সন্দেহ আছে। আমরা কিছু পদক্ষেপ নিয়েছি। আরও হয়তো চিন্তা করা যায়। যেমন এখন সড়ক নির্মাণে ঠিকাদের সঙ্গে চুক্তি হয়। নির্মাণের তিন বছর পর্যন্ত তারা তদারকি করবে। সমস্যা হলে ঠিক করে দিবে। এভাবে কাজের গুণগত মান উন্নয়ন করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত