বিদ্যুৎ বিভাগে ২২ হাজার ৯৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব

প্রকাশ : ০৮ জুন ২০১৮, ১২:২২

সাহস ডেস্ক

বিদ্যুৎ বিভাগের জন্য ২০১৮-’১৯ অর্থবছরের জাতীয় বাজেটে ২২ হাজার ৯৩৫ কোটি ৮৬ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এর মধ্যে উন্নয়ন খাতে ২২ হাজার ৮৯২ কোটি ৬০ লাখ এবং পরিচালন খাতে ৪৩ কোটি ২৬ লাখ টাকা রয়েছে। ২০১৭-’১৮ অর্থবছরের সংশোধিত বাজেটে ২২ হাজার ৮২০ কোটি ৫৩ লাখ ৯৪ হাজার টাকা বিদ্যুৎ বিভাগের জন্য বরাদ্দ করা হয়। এরমধ্যে উন্নয়ন খাতে ২২ হাজার ৭৫৭ কোটি ৪৪ লাখ টাকা এবং পরিচালন খাতে ৬৩ কোটি ৯ লাখ ৬৪ হাজার টাকা বরাদ্দ করা হয়।

বিদ্যুৎ খাতে ২০১৮-’১৯ অর্থবছরের বাজেটে চলতি ২০১৭-’১৮ অর্থবছরের চেয়ে ১ হাজার ১৫৩ কোটি ২ লাখ ৩২ হাজার টাকা বেশী বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ১৯ হাজার মেগাওয়াটে উন্নীতকরণ এবং ডিমান্ড সাইড ম্যানেজমেন্টের মাধ্যমে বিদ্যুৎ সাশ্রয়ী কার্যক্রম বাস্তবায়নসহ বরাদ্দকৃত অর্থ উল্লেখযোগ্য কার্যাবলি, প্রকল্প ও কর্মসূচি সম্পাদন এবং বাস্তবায়নে ব্যয় করা হবে।
সূত্র: বাসস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত