সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি ৬ দিন বন্ধ থাকবে

প্রকাশ : ১৩ জুন ২০১৮, ১৬:৫৫

সাহস ডেস্ক

পবিত্র শবে কদর, ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে আজ বুধবার (১৩ জুন) থেকে আগামী সোমবার (১৮ জুন) পর্যন্ত ছয় দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরনের আমদানি-রফতানি কার্যক্রম।

তবে বন্দরের ইমিগ্রেশন দিয়ে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীরা এ সময় যাতায়াত করতে পারবেন। সোনামসজিদ স্থলবন্দর শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. সোলাইমান হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

সোনামসজিদ সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিউর রহমান টানু এবং আমদানি ও রফতানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক তৌফিকুর রহমান বাবু স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়। আগামী ১৯ জুন মঙ্গলবার থেকে আবার উভয় দেশের স্থলবন্দরে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হবে।
সাহস২৪.কম/মশিউর 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত