সোনামসজিদ স্থলবন্দরে আমদানি-রফতানি শুরু

প্রকাশ : ১৯ জুন ২০১৮, ১২:৩৬

সাহস ডেস্ক

টানা ছয়দিন বন্ধ থাকার পর চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি কার্যক্রম শুরু হয়েছে। 

সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ জানান, আজ মঙ্গলবার (১৯ জুন) সকাল ৯ টা থেকে এই কার্যক্রম শুরু হয়। এর আগে ঈদ উপলক্ষে গত বুধবার (১৩ জুন) থেকে সোমবার (১৮ জুন) পর্যন্ত ছুটি থাকায় আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ ছিল।  

তিনি জানান, ঈদ উপলক্ষে গত ১৩ জুন থেকে ১৮ জুন পর্যন্ত ছয় দিনের ছুটি ঘোষণা করা হয়। এতে সোনামসজিদ স্থলবন্দর দিয়ে সব ধরণের পণ্যের আমদানি-রফতানি বন্ধ থাকে। তবে ভারত-বাংলাদেশের মধ্যে পাসর্পোটে যাত্রী পারাপার অব্যাহত ছিল। ছুটি শেষে আবারও বন্দরে কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিক, কর্মচারী ও কাস্টমস কর্মকর্তাদের মাঝে কর্মচাঞ্চল্য ফিরে আসে।
সাহস২৪.কম/মশিউর

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত