ন্যাশনাল ব্যাংক এর ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

প্রকাশ : ২৭ জুন ২০১৮, ১৮:৪৯

ন্যাশনাল ব্যাংক লিমিটেডের ৩৫তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ জুন বুধবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে এ সভা আয়োজিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উদ্যোক্তা পরিচালক, বীর মুক্তিযোদ্ধা ও ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার। বার্ষিক সাধারণ সভায় ২০১৭ সনের হিসাবের ভিত্তিতে ১২% স্টক ডিভিডেন্ড অনুমোদন করা হয়। 

সাধারণ সভায় ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারপার্সন পারভীন হক সিকদার, পরিচালকবৃন্দ- আলহাজ খলিলুর রহমান, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, রন হক সিকদার ও মাবরুর হোসেন, স্বতন্ত্র পরিচালকবৃন্দ- আনোয়ার হোসেন ও মাহবুবুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক- (চলতি দায়িত্ব) ওয়াসিফ আলী খান, কোম্পানি সচিব ও উপব্যবস্থাপনা পরিচালক এ.এস.এম. বুলবুলসহ বিপুল সংখ্যক শেয়ারহোল্ডার উপস্থিত ছিলেন।

সভাপতির ভাষণে ব্যাংকের চেয়ারম্যান জয়নুল হক সিকদার শেয়ারহোল্ডারদের উদ্দেশ্যে বলেন, আগামীতে ব্যাংকের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীদের নিরলস পরিশ্রমের মাধ্যমে ব্যাংকের সকল কার্যক্রম গতিশীল এবং শক্তিশালী করে সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জনের মাধ্যমে পর্যাপ্ত ডিভিডেন্ড প্রদানে পরিচালনা পর্ষদ বদ্ধপরিকর।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত