পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ১০০ একর জমির নিলামের পেমেন্ট অর্ডার সম্পন্ন

প্রকাশ : ৩০ জুলাই ২০১৮, ২১:৩৮

সাহস ডেস্ক

রাজউক অনুমোদিত পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ১৯নং সেক্টরের ১০০ একর জমির নিলামের পেমেন্ট অর্ডার প্রদান করল পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড ও কাজিমা কর্পোরেশন কনসোর্টিয়াম।

৩০ জুলাই সোমবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন এবং রাজউক এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ আব্দুর রহমান এর নিকট উক্ত পেমেন্ট অর্ডার হস্তান্তর করেন পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রন হক সিকদার এবং পাওয়ারপ্যাক হোল্ডিংস লিমিটেডের এর পরিচালক ও সিওও সৈয়দ কামরুল ইসলাম মোহন।

রাজউক অনুমোদিত পূর্বাচল নিউ টাউন প্রকল্পের ১৯নং সেক্টরে সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টস এ প্রায় ১০০ একর জমির উপর নির্মিতব্য আইকনিক টাওয়ার, আন্তর্জাতিক মানের কনভেনশন সেন্টার এবং আরও কিছু সুউচ্চ স্থাপনা নির্মাণের নিলামে সর্বোচ্চ দরদাতা পাওয়ার প্যাক হোল্ডিংস লিমিটেড ও কাজিমা কর্পোরেশন কনসোর্টিয়াম ১০০ একর জমির মূল্যের ১০% টাকার পেমেন্ট অর্ডার প্রদান করে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত