প্রথম মাসেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম

প্রকাশ : ২৪ আগস্ট ২০১৬, ২০:৩৯

সাহস ডেস্ক

চলতি ২০১৬-২০১৭ অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। জুলাই মাসে আয়কর, শুল্ক ও মূসক তিন খাতে মোট ৯ হাজার ৫০৯ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে রাজস্ব আদায় হয়েছে ৯ হাজার ৫৯৭ কোটি টাকা। যা লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৮ কোটি টাকা বেশি।

লক্ষ্যমাত্রা অর্জনের হার ১০০ দশমিক ৯২ শতাংশ, যা ২০১৫-২০১৬ অর্থবছরে একই সময়ে রাজস্ব সংগ্রহের তুলনায় প্রায় ১০ শতাংশ বেশি। এনবিআরের সিনিয়র তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন অর্থসূচককে এসব তথ্য জানান।


উল্লেখ, চলতি অর্থবছরে এনবিআরের রাজস্ব আদায়ের নির্ধারিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২ লাখ ৩ হাজার ১৫২ কোটি টাকা।

অর্থবছরের প্রথম মাসেই রাজস্ব লক্ষ্যমাত্রা অতিক্রম করার বিষয়ে এনবিআর চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, রাজস্ব বিভাগে কর্মরত সবাই মিলে আমরা কাজ করেছি। সঠিক সময়ে যোগ্য ব্যক্তিকে উপযুক্ত পদে পদায়ন করেছি। চলমান মামলা নিষ্পত্তিতে সন্তোষজনক অগ্রগতি ছিল। বকেয়া আদায়েও বেশ ভালো অগ্রগতি হয়েছে।

তার মতে, কর্মকর্তাদের অতিরিক্ত পরিশ্রমে অর্থবছরের প্রথম মাসেই লক্ষ্যমাত্রার চেয়ে প্রায় ৮৮ কোটি টাকা বেশি রাজস্ব সংগ্রহ সম্ভব হয়েছে।

রাজস্ব লক্ষ্যমাত্রা পুরণে সার্বিক সহযোগিতা প্রদানের জন্য দেশের জনগণ ও করদাতাদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।

প্রধানমন্ত্রীর দিক-নির্দেশনা, অর্থমন্ত্রীর প্রাজ্ঞ তত্ত্বাবধান ও উৎসাহ এবং অর্থ প্রতিমন্ত্রীর বিশেষ সহযোগিতা এই বৃহৎ লক্ষ্যমাত্রা অর্জনের ক্ষেত্রে মাইলফলক হিসেবে কাজ করবে বলে  আশা করেন এনবিআর চেয়ারম্যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত