যে আটটি বিষয় সফল ব্যক্তিরা অনুসরণ করেন‬

প্রকাশ | ২৭ এপ্রিল ২০১৬, ১৫:৩৩

অনলাইন ডেস্ক

পৃথিবীতে সব মানুষই সফল হতে চায়। তবে সাফল্য সবার কাছেই সমান হয়ে ধরা দেয় না। সফল হতে হলে শুধু যোগ্যতা, শিক্ষা বা মেধা থাকলেই হয় না; সাথে থাকা চাই কিছু বাড়তি গুণ। সফল হতে চাইলে অনেক বিষয় অনুসরণ করে যেতে হয় একনিষ্ঠভাবে, যা হয়তো বা আর দশটা মানুষের পক্ষে অনেক সময়ই পালন করা সম্ভব হয়ে ওঠে না। সফল ব্যক্তিরা কী কী অনুসরণ করেন, এ বিষয়ে টাইম ওয়েবসাইটে রয়েছে একটি বিশেষ তালিকা।

১. সফল ব্যক্তিরা সবসময় ইতিবাচক চিন্তা করে। এটা সবসময় প্রকাশ পায় এবং অন্যরা সহজেই দেখতে পারে।

২. সফল ব্যক্তিরা সবসময় বুঝেশুনে কথা বলে এবং তাদের কথার ধরন সবসময়ই বন্ধুত্বপূর্ণ হয়।

৩. যখন অন্য কেউ কথা বলে তখন সফল ব্যক্তিরা মনোযোগ দিয়ে তার কথা শোনার চেষ্টা করে।

৪. যেকোনো পরিবেশে সফল ব্যক্তিরা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে।

৫. সফল ব্যক্তিদের ধৈর্য অনেক বেশি থাকে। তারা যেকোনো বিষয়ে অস্থির অনেক কম হয়।

৬. সফল ব্যক্তিরা উন্মুক্তমনা হয়ে থাকে। কোনো বিষয় নিয়ে তারা খুব বেশি প্যাচানোর চেষ্টা করে না।

৭. সফল ব্যক্তিরা কোনো বিষয়ে গড়িমসি করা পছন্দ করে না।

৮. ব্যর্থতা থেকে সফল ব্যক্তিরা শেখার চেষ্টা করে। এ কারণেই তারা সফল হয়।

৯. অন্যের সফলতাকে তারা ইতিবাচক দৃষ্টিতে দেখে। কখনো হিংসা করে না।

১০. সফল ব্যক্তিরা প্রতিদিন একটা ভালো ও সঠিক কাজ করার চেষ্টা করে।