‘বাংলাদেশী ব্যবসায়ীদের সহযোগিতা করতে ভারত প্রস্তুত’

প্রকাশ : ২৬ সেপ্টেম্বর ২০১৬, ১৯:২০

রাজশাহীতে নিযুক্ত ভারতীয় সহকারী হাইকমিশনার শ্রী অভিজিৎ চট্রপাধ্যায় বলেছেন, বাংলাদেশী ব্যবসায়ীদের বিভিন্ন সুযোগ সুবিধা দিতে ভারত প্রস্তুত রয়েছে। বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গঠনের পর বাংলাদেশের সাথে ভারতীয় ব্যবসায়ীদের সম্পর্ক দৃঢ় হয়েছে। আমদানি-রপ্তানীতে এসেছে গতিশীলতা। প্রতিটি বন্দরেই এখন ব্যবসায়ীরা তাঁদের ব্যবসা বাণিজ্য অনেক সহজে পরিচালনা করছেন। 

তিনি সোমবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে সোনামসজিদ স্থলবন্দর আমদানি রপ্তানীকারক গ্রুপের সভা কক্ষে সংবর্ধনা ও মতবিনিময় সভায় এসব কথা বলেন। তবে তিনি সোনামসজিদ বন্দরের কিছু সমস্যার কথা তুলে ধরেন। 

তিনি বলেন, সোনামসজিদে আমদানী-রপ্তানী সংশ্লিষ্ট পক্ষসমূহের মধ্যে সমন্বয়হীণতা রয়েছে। এতে ভারতীয়দের বিড়ম্বনায় পড়তে হচ্ছে। তিনি খালি ট্রাক ভারতে ফেরৎ যাবার জন্য একটি পৃথক বাইপাস রাস্তা নির্মানের পরামর্শ দেন। সোনামসজিদ বন্দরের কিছু সমস্যার ব্যাপারে বাংলাদেশী ও ভারতীয় ব্যবসায়ীরাও ক্ষোভ প্রকাশ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সিনিয়র সহকারি পুলিশ সুপার ওয়ারেছ আলী, ৯’বিজিবির’র উপঅধিনায়ক মেজর সারওয়ার, মালদহের মোহদীপুর এক্সপোর্টার অ্যাসোসিয়েশনের সভাপতি রাম ঘোষ, সাধারন সম্পাদক শুকুমার কর্মকার, মোহদিপুর সিঅ্যান্ডএফ এজেন্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শ্রী ভূপতি মন্ডল, সোনামসজিদ আমদানি রপ্তানীকারক গ্রুপের সভাপতি কবিরুর রহমান, সাধারণ সম্পাদক আবু তালেব, সোনামসজিদ সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক ইসমাঈল হোসেন, সোনামসজিদ বন্দর পরিচালনাকারী বেসরকারি অপারেটর প্রতিষ্ঠান পানামা পোর্ট লিংক লিমিটেডের কর্মকর্তা বেলাল হোসেন, মাইনুল ইসলামসহ সংশ্লিষ্টরা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত