বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭ সম্পন্ন

প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৭:৪১

সাহস ডেস্ক

২৪ ফেব্রুয়ারি, ২০১৭ বাংলাদেশ বিজ্ঞান একাডেমি-ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লি: বিজ্ঞান অলিম্পিয়াড ২০১৭-এর সমাপনী অনুষ্ঠান ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

বিজ্ঞান শিক্ষার উন্নয়ন ও শিক্ষার্থীদের বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ একাডেমি অব সাইন্স এর উদ্যোগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় দেশের ৮টি বিভাগের ৩০টি কেন্দ্রে “সাইন্স অলিম্পিয়াড-২০১৭” কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ কার্যক্রমের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক জনাব সৈয়দ ওয়াসেক মো: আলী।

এছাড়া উক্ত অনুষ্ঠানের মিডিয়া পার্টনার প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ও বাংলাদেশ একাডেমি অব সাইন্সের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত