প্রতি কেজি কাঁচা মরিচের ২০০ টাকা!

প্রকাশ | ১২ সেপ্টেম্বর ২০১৬, ১৮:০৯

অনলাইন ডেস্ক

ঈদের আগে কাঁচা মরিচের ঝাল তিন অঙ্কে ঠেকেছে। প্রতি কেজি কাঁচা মরিচ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ২০০ টাকা। এর পাশাপাশি বেড়েছে অন্য সবজির দামও।

সোমবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মিরপুর ১০ নম্বর এলাকায় খুচরা বাজারের এক বিক্রেতা জানায়, ঈদের বাজারে কাঁচা তরকারির সরবরাহ কমেছে। এছাড়া বৃষ্টির কারণে খেত নষ্ট হয়ে যাওয়ায় দাম বেড়েছে।

সেনপাড়া পর্বতা এলাকায় এক বিক্রেতা বলেন, কেজি প্রতি সব ধরনের সবজির দাম বেড়েছে অন্তত ১০-৩০ টাকা। আর টমেটোর দাম দেড়শ’ টাকা কেজি।

অন্যান্য সবজির মধ্যে ঝিঙা ৪০ টাকা, কচু (ছোট, প্রতি পিস) ৪০ টাকা, ঢ়েঁড়স ৬০ টাকা, পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে।

দোকানদার তোফাজ্জল জানান, ঈদের আগের দিন হওয়ায় বিক্রেতা ও সবজির সরবরাহ কম থাকায় দাম বেড়েছে। ঈদের কয়েক দিন কাঁচামাল সরবরাহ কম থাকবে। আর ঈদের দিন ও পরের দিন দোকান বন্ধ থাকায় বিক্রি হবে না। ফলে দাম আরও বাড়তে পারে বলে জানান এই দোকানদার।