কুয়েতে ওষুধ রপ্তানি করবে বেক্সিমকো

প্রকাশ : ১৫ জুন ২০১৬, ১৭:৫৩

সাহস ডেস্ক

বেক্সিমকো ফার্মা লিমিটেড তাদের ব্যবসার আওতা আরও বাড়িয়ে এখন কুয়েতে ওষুধ রপ্তানি করবে। কুয়েতে রপ্তানি করার জন্য আলাদা একটি প্রকল্প করেছে বেক্সিমকো ফার্মা। আগামি বৃহস্পতিবার (১৬ জুন) বেলা সাড়ে ১১টার দিকে প্রকল্পটির উদ্বোধন হবে। উদ্বোধন করবেন কুয়েতের রাষ্ট্রদূত।

এসময় উপস্থিত থাকবেন বেক্সিমকোর প্রতিষ্ঠাতা এবং ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমান , কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন প্রমুখ।

বেক্সিমকো ফার্মা সূত্রে এ তথ্য জানা গেছে।
উল্লেখ্য, ১৯৮৬ সালে কোম্পানিটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে ১৩ দশমিক ১৮ শতাংশ শেয়ার রয়েছে এর উদ্যোক্তা পরিচালকদের কাছে। বাকি শেয়ারের মধ্যে ২৬ দশমিক ৭৫ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ৩৫ দশমিক ৭৬ শতাংশ বিদেশি বিনিয়োগকরী এবং ২৪ দশমিক ৩১ শতাংশ শেয়ার রয়েছে সাধারণ শেয়ারহোল্ডারদের কাছে।

৩১ ডিসেম্বর, ২০১৫ শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটি ১৫ শতাংশ লভ্যাংশ দেয়। এর মধ্যে ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচিত সময়ে কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ছিল ৫ টাকা ৬ পয়সা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত