রাবিতে জেল হত্যা দিবস পালিত

প্রকাশ : ০৩ নভেম্বর ২০১৬, ১৮:০৭

রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) যথাযোগ্য মর্যাদায় জেল হত্যা দিবসে শোক র‌্যালি করেছে রাবি শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। ছাত্রলীগের আয়োজনে বৃহস্পতিবার একটি শোক র‌্যালি বের হয়ে ক্যাম্পাসের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।

পরে শহীদ কামারুজ্জামানসহ সকল নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন শেষে রুহের মাগফিরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। 

এসময় রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, জেলহত্যা দিবস বাঙালি জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। এই দিনে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়েছিলো। রাবি শাখা ছাত্রলীগ এই দিনে জাতীয় চার নেতাসহ দেশের জন্য শহীদ সকলকে শ্রদ্ধাভরে স্মরণ করছে। দিনটি আমাদের জন্য শোকেরও বটে। বঙ্গবন্ধুর আদর্শকে বাস্তবায়নের লক্ষে আমরা সেই শোককে শক্তিতে পরিণত করতে চাই। 

১৯৭৫ সালের ০৩ নভেম্বরের মধ্যরাতে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি অবস্থায় জাতীয় চার নেতা- শহীদ সৈয়দ নজরুল ইসলাম, শহীদ তাজ উদ্দিন আহমেদ, শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলী এবং শহীদ এ এইচ এম কামারুজ্জামানকে হত্যা করা হয়। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত