চুয়েটে ভর্তিযুদ্ধ শুরু

প্রকাশ : ০৫ নভেম্বর ২০১৬, ১৩:৫৬

সাহস ডেস্ক

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চারটি অনুষদের স্নাতক কোর্সে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। 

শনিবার (০৫ নভেম্বর) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়। চলবে দুপুর ১টা পর্যন্ত। এবারই প্রথম লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এমসিকিউ পদ্ধতির কোন প্রশ্ন এবার থাকছে না। তিন ঘণ্টার লিখিত পরীক্ষা শেষে দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত দুই ঘণ্টা মুক্তহস্ত অংকন পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার ভর্তির জন্য নির্ধারিত ৭০০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৭৬৪৮টি।  সে হিসেবে এবার প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১১ জন ভর্তিচ্ছু।

বিভাগভিত্তিক আসন হলো সিভিল ইঞ্জিনিয়ারিং ১৩০টি, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং ১৩০টি, ইলেক্ট্রিকেল এন্ড ইলেক্ট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং ১৩০টি, ইলেক্ট্রনিক্স এন্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ৩০টি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ১৩০টি, পেট্রোলিয়াম এন্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং ৩০টি, সিভিল এন্ড ওয়াটার রিসোর্সেস ইঞ্জিনিয়ারিং ৩০টি, মেকানিট্রোনিক্স এন্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং ৩০টি, আর্কিটেকচার ৩০টি, গেস আর্বান এন্ড রিজিওনাল প্ল্যানিং ৩০টি।  এছাড়া উপজাতি কোটায় ১১টি আসন সংরক্ষিত আছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত