মাভাবিপ্রবি’র এ ও বি ইউনিটের ফল প্রকাশ

প্রকাশ : ১১ ডিসেম্বর ২০১৬, ১৭:২৬

তপু আহম্মেদ

মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ প্রথম সেমিস্টারের ভর্তি পরীক্ষার ‘এ’ ও ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে।

রবিবার ভোরে ‘এ’ ইউনিট ও দুপুরে ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়।

‘এ’ ইউনিটে তিনটি বিভাগে ১শত ৬৫ টি আসনের জন্য ২৩ হাজার ৬শত ৯৩ জন ও ‘বি’ ইউনিটের ছয়টি বিভাগে ২শত ৯০টি আসনের জন্য ২৭ হাজার ৪ শত ৯২ জন শিক্ষার্থী আবেদন করেছিল।

ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলাউদ্দিন জানান, ভর্তি কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য কাজ চলছে। প্রথম দিনের দুটি ইউনিটের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। অপর দুটি ইউনিটের ফলাফলও অতি দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা হবে।

ফলাফল বিশ্ববিদ্যালয়ের ডিন অফিসের নোটিশ বোর্ড ও ওয়েবসাইট www.mbstu.ac.bd থেকে পাওয়া যাবে। এছাড়া টেলিটক অপারেটর হতে এসএমএস এর মাধ্যমেও ফলাফল জানা যাবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত