রামগতি বি বি কে হাই স্কুলের পুনর্মিলনী অনুষ্ঠিত

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০১৬, ১৬:৩৫

লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবস্থিত ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, হাজারও সফল মানুষ তৈরীর বাতিঘর রামগতি বি বি কে পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে এক জাকজমকপূর্ণ পুনর্মিলনীর আয়োজন করা হয়েছে।   

শনিবার (২৪ ডিসেম্বর) বিদ্যালয়ের গর্বিত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ একত্রিত হয়ে বিভিন্ন অনুষ্ঠানমালার মাধ্যমে দিনটিকে উদযাপন করে। 

বৈশাখী টেলিভিশনের উপস্থাপক লতিফুল মতিন মিঠুর সঞ্চালনায় পূনর্মিলনী উদযাপন কমিটির আহ্বায়ক মোহাম্মদ মজিবুল করিম বিপ্লবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন, লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন, বিশেষ অতিথি ছিলেন মেজর (অব:) আবদুল মান্নান, লক্ষ্মীপুর-৪(রামগতি) আসনের সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক আবদুল ওয়াহেদ।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন লক্ষ্মীপুর-৪(রামগতি) আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রব চৌধুরী।

সারাদিনব্যাপী অনুষ্ঠানমালার মধ্যে ছিলো র‌্যালি, জাতীয় পতাকা উত্তোলন ও উদ্বোধন, স্মৃতিচারণ ও আলোচনা সভা, মধ্যাহ্নভোজ, শিক্ষক সম্মাননা, র‌্যাফেল ড্র, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান, আতশবাজি উৎসব। এ উপলক্ষে বিদ্যালয়ের তথ্যবহুল, নান্দনিক প্রকাশনা “৮৩’র জানালায় রোধ” বের হয়।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন এন্ড্রু কিশোর, রেশমা সুইটি, ফৗজিয়া রহমান, প্রেম সুন্দর বৈষ্ণব, তানজিনা রুমা, মিঠু সহ প্রমুখ। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম শফি কামাল, রামগতি পৌরসভার মেয়র এম মেজবাহ উদ্দিন সহ প্রমুখ।

উল্লেখ্য: লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী রামগতি বি বি কে (বানী, ভবানী, কামেশ্বরী) পাইলট আদর্শ উচ্চ বিদ্যালয়, ১৯৩৩ সালে ওই বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। স্বর্গীয় ভবানী চরন সাহা’র প্রতিষ্ঠিত অত্র বিদ্যালয়টি রামগতি দক্ষিণ অঞ্চলের অবহেলীত মানুষের পড়াশুনা করার বিরাট সুযোগ করে দিয়েছে। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত