কুবিতে শিক্ষক আন্দোলন স্থগিত

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৭, ১৪:৩৫

সাহস ডেস্ক

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির আন্দোলন স্থগিত করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি। এতে করে ৭ ফেব্রুয়ারি (মঙ্গলবার) থেকে ক্লাস ও পরীক্ষা শুরু হবে। 

শিক্ষক সমিতির সভাপতি ড. মোঃ আবু তাহের ৫ ফেব্রুয়ারি (রবিবার) এ কথা জানিয়েছেন।

ড. আবু তাহের জানান, আন্দোলনকারী শিক্ষকদের সাত দফা দাবির কয়েকটি পূরণের আশ্বাস পেয়ে তাঁরা এই আন্দোলন আগামী সিন্ডিকেট সভা পর্যন্ত স্থগিত করেছেন। এ ছাড়া শিক্ষার্থীদের পড়াশোনা ও পরীক্ষার ব্যাঘাতের কথা চিন্তা করে শিক্ষক সমিতি এই সিদ্ধান্তে উপনীত হয়েছে। 

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আলী আশরাফ জানান, কাল থেকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নিয়মিত ক্লাস ও পরীক্ষা চালু থাকবে। অতিরিক্ত ক্লাস নিয়ে শিক্ষার্থীদের সাময়িক ক্ষতি পুষিয়ে নেওয়া যাবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গত ২২ জানুয়ারি থেকে সাত দফা দাবিতে ক্লাস ও পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। টানা ১৪ দিন আন্দোলন শেষে ৫ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যায় শিক্ষক সমিতি ও বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বৈঠকে শিক্ষকদের এ আন্দোলন স্থগিত রাখার সিদ্ধান্ত আসে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত